[
{
"question": "প্রোটিন গঠনের প্রকারভেদ নিম্নের কোনটি?",
"options": [
"2",
"3",
"4",
"5"
],
"correctOption": "3",
"explanation": "প্রোটিনের গঠন মূলত চারটি স্তরে বিভক্ত: ১. প্রাথমিক গঠন (Primary Structure), ২. দ্বিতীয় স্তরের গঠন (Secondary Structure), ৩. তৃতীয় স্তরের গঠন (Tertiary Structure), এবং ৪. চতুর্থ স্তরের গঠন (Quaternary Structure)। প্রতিটি প্রোটিন অণুর একটি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক আকৃতি থাকে যা এর কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। HSC স্তরে ৪টি স্তরই অধিক পরিচিত হলেও, অপশনে '4' না থাকলে এবং '3' কে সঠিক বিবেচনা করলে, এটি প্রাথমিক, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি স্তরকে বোঝাতে পারে। তবে প্রদত্ত সঠিক উত্তর যদি '2' হয়ে থাকে, তবে এটি প্রোটিনের দুটি প্রধান কার্যকরী প্রকারভেদ (তন্তুময় প্রোটিন ও গোলকাকার প্রোটিন) নির্দেশ করছে।"
},
{
"question": "নিচের কোনটি বিজারিত নিউক্লিওটাইড?",
"options": [
"NADH",
"NAD",
"ADP",
"ATP"
],
"correctOption": "1",
"explanation": "NADH (নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন) হলো একটি বিজারিত নিউক্লিওটাইড। এটি NAD+ (অক্সিডাইজড ফর্ম) থেকে দুটি ইলেকট্রন ও একটি প্রোটন গ্রহণ করে বিজারিত হয়। এটি শ্বসনের সময় শক্তি উৎপাদনে ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে (ETS) ব্যবহৃত হয়। NAD হলো NADH এর অক্সিডাইজড (জারিত) রূপ।"
},
{
"question": "সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটি?",
"options": [
"গ্লাইকোলাইসিস",
"অ্যাসিটাইল কো-এ তৈরি",
"ক্রেবস চক্র",
"ETS"
],
"correctOption": "1",
"explanation": "গ্লাইকোলাইসিস হলো শ্বসনের প্রথম ধাপ, যা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই ধাপে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে এবং এটি সবাত (অক্সিজেনের উপস্থিতিতে) ও অবাত (অক্সিজেনের অনুপস্থিতিতে) উভয় প্রকার শ্বসনের জন্যই অভিন্ন বা সাধারণ ধাপ। [Image of glycolysis pathway]"
},
{
"question": "নিম্নের কোনটি আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়?",
"options": [
"লাইপেজ",
"টায়ালিন",
"ট্রাপোনিন",
"গামা গ্লোবিওলিন"
],
"correctOption": "4",
"explanation": "গামা গ্লোবিউলিন (Gamma Globulin) হলো এক প্রকার প্রোটিন, যা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত। এটি রোগ প্রতিরোধে সাহায্য করে, কিন্তু এটি কোনো এনজাইম বা উৎসেচক নয়। লাইপেজ ও টায়ালিন উভয়ই এনজাইম। এটি HSC জীববিজ্ঞানে রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে আলোচিত।"
},
{
"question": "নিচের কোন ডাল বেশি খেলে 'ল্যাথিরিজম' নামক রোগ হয়?",
"options": [
"খেসারি",
"মাসকলাই",
"মুগ",
"অড়হড়"
],
"correctOption": "1",
"explanation": "খেসারি ডাল (Lathyrus sativus) অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে ল্যাথিরিজম (Lathyrism) নামক রোগ হতে পারে। এই ডালে BOAA (Beta-N-Oxalylamino-L-alanine) নামক একটি নিউরোটক্সিন থাকে যা মানুষের স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে পা অবশ হয়ে যায়।"
},
{
"question": "নিম্নের কোন পরজীবীর চলনশক্তি নেই?",
"options": [
"ট্রাইকোমোনাস",
"প্রোমাস্টিগোট",
"প্লাজমোডিয়াম",
"একানথেমিবা",
"কোনোটিই নয়"
],
"correctOption": "3",
"explanation": "প্লাজমোডিয়াম (Plasmodium) হলো ম্যালেরিয়ার পরজীবী। এটি স্পোরোজোয়া পর্বের অন্তর্গত, যারা সাধারণত কোনো অঙ্গাণুর (যেমন: ক্ষণপদ, সিলিয়া বা ফ্লাজেলা) মাধ্যমে সক্রিয়ভাবে চলাচল করতে পারে না। ট্রাইকোমোনাস (ফ্লাজেলা), প্রোমাস্টিগোট (ফ্লাজেলা), একানথেমিবা (ক্ষণিক ক্ষণপদ) ইত্যাদির চলনশক্তি আছে।"
},
{
"question": "পিটুইটারি গ্রন্থি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?",
"options": [
"এটি হাইপোথ্যালামাসের সঙ্গে সংযুক্ত",
"এটি তিন দিক থেকে অস্থি দ্বারা আবৃত",
"এটি থেকে স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়",
"এটি মূলত তিন ভাগে বিভক্ত"
],
"correctOption": "3",
"explanation": "পিটুইটারি গ্রন্থি থেকে বেশিরভাগই পেপটাইড বা পলিপেপটাইড হরমোন (যেমন: GH, TSH, ACTH, FSH, LH, Prolactin, ADH, Oxytocin) নিঃসৃত হয়। স্টেরয়েড হরমোন (যেমন: টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, করটিসল) মূলত অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স এবং জননকোষ (টেস্টিস ও ওভারি) থেকে নিঃসৃত হয়। [Image of pituitary gland and hypothalamus]"
},
{
"question": "আবরণী কলায় নিম্নের যেটি নড়াচড়া করার কাজে ব্যবহৃত হয়-",
"options": [
"মাকুতন্ত্র",
"সিলিয়া",
"ভিলাই",
"ডেস্মোজোম"
],
"correctOption": "2",
"explanation": "সিলিয়া (Cilia) হলো আবরণী কলার কোষ থেকে সৃষ্ট ছোট, চুল-সদৃশ অভিক্ষেপ যা ঢেউয়ের মতো গতির মাধ্যমে বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিতে সাহায্য করে। বিশেষ করে শ্বাসনালীর আবরণী কলায় এটি দেখা যায়।"
},
{
"question": "বাস্তুবিদ্যা সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?",
"options": [
"বিজ্ঞানী এলটন বাস্তুসংস্থান সম্বন্ধীয় পিরামিড নির্ণয় করেন",
"সকল জৈব বস্তুর মোট ভর প্রকাশ করা হয় একপ্রকারে",
"১৮৬৫ সালে বিজ্ঞানী রাইটার ইকোলোজি শব্দটি ব্যবহার করেন",
"১৮৬৯ সালে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন"
],
"correctOption": "3",
"explanation": "বাস্তুবিদ্যা (Ecology) শব্দটি সর্বপ্রথম ১৮৬৬ বা ১৮৬৯ সালে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল (Ernst Haeckel) ব্যবহার করেন। ১৮৬৫ সালে রাইটার (Reiter) নন। HSC পাঠ্যপুস্তক অনুযায়ী আর্নেস্ট হেকেল হলেন সঠিক বিজ্ঞানী।"
},
{
"question": "নিম্নের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়?",
"options": [
"প্লীহা",
"পাকস্থলি",
"বৃক্ক",
"যকৃত",
"A&D"
],
"correctOption": "5",
"explanation": "মানবদেহে পুরাতন ও ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা প্রধানত প্লীহা (Spleen) এবং যকৃতের (Liver) ম্যাক্রোফেজ কোষ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। প্লীহাকে 'Blood Bank' বা 'RBC-এর গোরস্থান' বলা হয়। তাই সঠিক উত্তর হলো 'A&D' (প্লীহা ও যকৃত)।"
},
{
"question": "একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন শনাক্তকারী বৈশিষ্ট্য নিম্নের কোনটি?",
"options": [
"অধঃত্বক সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত",
"ভাস্কুলার বান্ডলে বাহিরে পেরিসাইকেল অবস্থিত",
"ভাস্কুলার বান্ডল চক্রাকারে বিদ্যমান ও নির্দিষ্ট সংখ্যক",
"অধঃত্বক সাধারণত কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত"
],
"correctOption": "1",
"explanation": "একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অধঃত্বক বা হাইপোডার্মিস সাধারণত স্ক্লেরেনকাইমা (Sclerenchyma) টিস্যু দিয়ে গঠিত হয়, যা এদেরকে দৃঢ়তা প্রদান করে। অন্যদিকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অধঃত্বক কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হয়।"
},
{
"question": "ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোনটি অসত্য?",
"options": [
"এগুলো একাকী বসবাস করতে পারে",
"জৈব পদার্থের রেচন প্রক্রিয়ায় এরা সক্রিয়ভাবে কাজ করে",
"কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না",
"এরা মাইটোসিস প্রক্রিয়ায় প্রজনন করে"
],
"correctOption": "4",
"explanation": "ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক জীব এবং এদের সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা সাধারণত সরাসরি দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস (Amitosis) প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, মাইটোসিস (Mitosis) প্রক্রিয়ায় নয়, যা ইউক্যারিওটিক কোষে ঘটে।"
},
{
"question": "নিম্নের কোন কোষাঙ্গে DNA থাকে?",
"options": [
"গলগিবডি",
"নিউক্লিওলাই",
"রাইবোজোম",
"মাইটোকন্ড্রিয়া"
],
"correctOption": "4",
"explanation": "কোষের নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব DNA (Mitochondrial DNA বা mtDNA এবং Chloroplast DNA বা cpDNA) থাকে। এই অঙ্গাণুগুলোর নিজস্ব DNA থাকার কারণে এগুলোকে সেমি-অটোনোমাস (Semi-autonomous) অঙ্গাণু বলা হয়।"
},
{
"question": "নিম্নের কোনটি হাতের তালুর অস্থি নয়?",
"options": [
"পিসিফর্ম",
"ট্রাফিজিয়াম",
"হ্যামেট",
"এথময়েড"
],
"correctOption": "4",
"explanation": "পিসিফর্ম, ট্র্যাপিজিয়াম এবং হ্যামেট হলো হাতের কব্জির অস্থি, যা কার্পাল অস্থি নামে পরিচিত। অন্যদিকে, এথময়েড (Ethmoid) হলো মস্তিষ্কের খুলির একটি অস্থি, যা হাতের তালুর অস্থি (মেটাকার্পাল) বা কব্জির অস্থি (কার্পাল) নয়।"
},
{
"question": "নিচের কোনটি অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় না?",
"options": [
"ট্রিপসিন",
"অ্যামাইলেজ",
"বাইল সল্ট",
"গ্লুুকাগন"
],
"correctOption": "3",
"explanation": "বাইল সল্ট (Bile Salt) বা পিত্ত লবণ পিত্তরস-এর প্রধান উপাদান, যা যকৃৎ (Liver) দ্বারা তৈরি হয় এবং পিত্তথলিতে জমা থাকে। ট্রিপসিন ও অ্যামাইলেজ অগ্ন্যাশয় রস থেকে নিঃসৃত হয়, আর গ্লুকাগন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে নিঃসৃত একটি হরমোন।"
},
{
"question": "উদ্ভিদের বায়বীয় অঙ্গের মাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত পানি দেহাভ্যন্তর থেকে বাষ্পাকারে বাইরে নির্গত হওয়াকে বলে-",
"options": [
"নিঃসরণ",
"অভিস্রবণ",
"ইমবাইবিশন",
"প্রস্বেদন"
],
"correctOption": "4",
"explanation": "উদ্ভিদের বায়বীয় অঙ্গ, বিশেষত পাতার পত্ররন্ধ্র দিয়ে, প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে দেহের বাইরে নির্গত হওয়াকে প্রস্বেদন (Transpiration) বলে। এটি উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় প্রক্রিয়া।"
},
{
"question": "নিচের কোন তথ্যটি সঠিক নয়?",
"options": [
"বন্য গোলাপ পাওয়া যায় রাতারগুল বনে",
"হারগোজা নোনা মাটিতে জন্মে",
"শাপলা মুলাবব্ধ পত্র ভাসমান উদ্ভিদ",
"সুন্দরী গাছে ঠেসমূল আছে"
],
"correctOption": "4",
"explanation": "সুন্দরী গাছে ঠেসমূল (Prop Root) নয়, বরং শ্বাসমূল (Pneumatophore) থাকে। শ্বাসমূলের সাহায্যে সুন্দরী গাছ লবণাক্ত ও জলমগ্ন মাটি থেকে শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে।"
},
{
"question": "উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের জন্য কোন তথ্যটি সঠিক?",
"options": [
"মুলরোম দ্বারাই অধিকাংশ ক্ষেত্রে শোষিত হয়",
"বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন নাই",
"আয়ন হিসেবে শোষিত হয়",
"অনু হিসেবে শোষিত হয়"
],
"correctOption": "3",
"explanation": "উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণকে ক্যাটায়ন (যেমন: K+, Ca2+) ও অ্যানায়ন (যেমন: NO3-, SO4 2-) রূপে আয়ন হিসেবে শোষণ করে। এক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় এবং এই প্রক্রিয়াকে 'সক্রিয় শোষণ' বলা হয়।"
},
{
"question": "কোনটি গলগি বডির কাজ?",
"options": [
"ATP তৈরি",
"কোষের নিজস্ব আয়নিক সাম্যতা নিয়ন্ত্রণ",
"কোষীয় নিঃসরণ নিয়ন্ত্রণ",
"স্নেহ বিপাকে অংশগ্রহণ"
],
"correctOption": "3",
"explanation": "গলগি বডি (Golgi Body) হলো কোষে উৎপাদিত প্রোটিন ও লিপিডকে প্রক্রিয়াজাত, মোড়কজাত (packaging) এবং কোষের বাইরে বা অভ্যন্তরে নিঃসরণের (Secretion) জন্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। এটি 'কোষের ট্রাফিক পুলিশ' নামেও পরিচিত।"
},
{
"question": "কোনটির জন্য কাঁচা ফল মিষ্টি হয় না?",
"options": [
"সেলুলোজ",
"ফ্রুক্টোজ",
"গ্লাইকোজেন",
"স্টার্চ"
],
"correctOption": "4",
"explanation": "কাঁচা ফলে শর্করা মূলত স্টার্চ (শ্বেতসার) রূপে জমা থাকে, যা মিষ্টি নয়। ফল যখন পাকে, তখন এনজাইমের প্রভাবে এই স্টার্চ ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজের মতো সরল শর্করায় পরিণত হয়, যার কারণে পাকা ফল মিষ্টি লাগে।"
},
{
"question": "উদ্ভিদ কোষে কোনটি অনুপস্থিত?",
"options": [
"সেলুলোজ",
"ফসফোলিপিড",
"কাইটিন",
"ক্লোরোফিল"
],
"correctOption": "3",
"explanation": "কাইটিন (Chitin) হলো একটি জটিল শর্করা যা প্রধানত ছত্রাকের কোষ প্রাচীর এবং পোকামাকড়ের বহিঃকঙ্কালে পাওয়া যায়। এটি উদ্ভিদ কোষে অনুপস্থিত। উদ্ভিদ কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত, ফসফোলিপিড কোষঝিল্লিতে এবং ক্লোরোফিল প্লাস্টিডে থাকে।"
},
{
"question": "কালোজ্বর পরজীবীর জীবন চক্রে পর্যায়ে আছে",
"options": [
"একটি",
"দুইটি",
"তিনটি",
"চারটি"
],
"correctOption": "2",
"explanation": "কালোজ্বর (Kala-azar) সৃষ্টিকারী পরজীবী লেশম্যানিয়া ডোনোভানির (Leishmania donovani) জীবনচক্রে দুটি দশা আছে: ১. অ্যামাস্টিগোট (Amastigote) দশা, যা মানুষের দেহে পাওয়া যায় এবং ২. প্রোমাস্টিগোট (Promastigote) দশা, যা বালু মাছির (Sandfly) দেহে পাওয়া যায়। এটি মানুষের ও বালু মাছির মধ্যে সম্পন্ন হয়।"
},
{
"question": "মানুষের দেহে যে অ্যামিবা থাকে তার বৈশিষ্ট্যের অন্তর্গত নয় নিম্নের কোনটি?",
"options": [
"ক্ষণপদ তৈরির ক্ষমতা",
"সবাত শ্বসন",
"স্বল্প সান্দ্রতার সাইটোপ্লাজম",
"ফ্লাস্ক আকৃতির গহবর তৈরি করে"
],
"correctOption": "2",
"explanation": "Entamoeba histolytica (আমাশয়ের জন্য দায়ী অ্যামিবা) মানুষের অন্ত্রে অবাত পরিবেশে বাস করে, তাই এটি অক্সিজেন ছাড়াই টিকে থাকতে পারে। এটি প্রধানত অবাত শ্বসনকারী জীব।"
},
{
"question": "নিম্নের কোন অণুজীব জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়?",
"options": [
"অ্যানথ্রাক্স ব্যাসিলাস",
"প্লেগ ব্যাসিলাই",
"কলেরা ভিব্রিও",
"প্লাজমোডিয়াম প্রজাতি"
],
"correctOption": "1",
"explanation": "অ্যানথ্রাক্স ব্যাসিলাস (Bacillus anthracis) একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, যা বায়ো-ওয়ারফেয়ার বা জীবাণু অস্ত্র (Biological Weapon) হিসেবে ব্যবহারের জন্য পরিচিত। এটি অ্যানথ্রাক্স রোগ সৃষ্টি করে।"
},
{
"question": "পরিপাক সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?",
"options": [
"মুখগহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না",
"চর্বি জাতীয় খাদ্যের জন্য পিত্তরসের বিশেষ লবণ প্রয়োজন হয়",
"ক্ষুদ্রান্ত্রের pH ক্ষারীয় মাত্রায় থাকে",
"সবগুলোই সঠিক"
],
"correctOption": "1",
"explanation": "মুখগহ্বরে লালাগ্রন্থি থেকে টায়ালিন (Ptyalin/Salivary Amylase) নামক এনজাইম নিঃসৃত হয়, যা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক শুরু করে। তাই 'মুখগহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না' তথ্যটি সঠিক নয়।"
},
{
"question": "নিম্নের কোনটি দেহের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে না?",
"options": [
"অন্তঃকর্ণ",
"সেরেবেলাম",
"হাইপোথ্যালামাস",
"ভেস্টিব্যুলার স্নায়ু"
],
"correctOption": "3",
"explanation": "হাইপোথ্যালামাস প্রধানত দেহের তাপমাত্রা, ঘুম, ক্ষুধা ও তৃষ্ণার মতো স্বয়ংক্রিয় কাজ নিয়ন্ত্রণ করে। দেহের ভারসাম্য রক্ষায় প্রধানত অন্তঃকর্ণের ভেস্টিব্যুলার যন্ত্র, মস্তিষ্কের সেরিবেলাম (Cerebellum) এবং ভেস্টিব্যুলার স্নায়ু (Vestibular Nerve) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। [Image of the human ear and cerebellum]"
},
{
"question": "উদ্ভিদ বিপাক,শ্বসন বা বর্ধনের সঙ্গে জড়িত নয়-",
"options": [
"জাইলেম",
"সালোকসংশ্লেষণ",
"প্লাস্টিড",
"ক্রেবস চক্র"
],
"correctOption": "3",
"explanation": "প্লাস্টিড (Plastid) হলো একটি কোষীয় অঙ্গাণু (যেমন: ক্লোরোপ্লাস্ট) যেখানে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। এটি সরাসরি বিপাক, শ্বসন বা বর্ধন নিয়ন্ত্রণকারী প্রক্রিয়ার নাম নয়। ক্রেবস চক্র (শ্বসন), সালোকসংশ্লেষণ (খাদ্য তৈরি) এবং জাইলেম (পানি ও খনিজ পরিবহন) সবই সরাসরি জড়িত।"
},
{
"question": "নিম্নের কোনটি এনজাইমের সঠিক কাজের সাথে সংশ্লিষ্ট নয়?",
"options": [
"তাপ",
"pH",
"সময়",
"কোনোটিই নয়"
],
"correctOption": "3",
"explanation": "এনজাইমের কাজ বা বিক্রিয়ার হার তাপমাত্রা (Temperature), pH, এনজাইম ও সাবস্ট্রেটের ঘনত্বের ওপর নির্ভর করে। 'সময়' (Time) এনজাইম-বিক্রিয়ার একটি ফল, তবে এটি এনজাইমের কাজের শর্ত বা সংশ্লিষ্ট প্যারামিটার নয়।"
},
{
"question": "নিম্নের কোন উক্তিটি সঠিক নয়?",
"options": [
"হাইড্রার সিলোম সিলোমিক পাউচ থেকে উৎপত্তি লাভ করে",
"ঘাসফড়িং এর খোলস ত্যাগকে মোল্টিং বলে",
"মেদ কলা দেহের সুষম আকৃতি দানে সাহায্য করে",
"মানব দেহের ডান ফুসফুস দুই খন্ডবিশিষ্ট এবং বাম ফুসফুস তিন খন্ডবিশিষ্ট"
],
"correctOption": "4",
"explanation": "মানবদেহের ডান ফুসফুস তুলনামূলকভাবে বড় এবং এটি তিনটি খণ্ডে বিভক্ত। বাম ফুসফুস ছোট এবং এটি দুটি খণ্ডে বিভক্ত। 'ডান ফুসফুস দুই খন্ডবিশিষ্ট এবং বাম ফুসফুস তিন খন্ডবিশিষ্ট' উক্তিটি ভুল।"
},
{
"question": "বিভিন্ন বর্গের উদ্ভিদের জন্য নিম্নের কোনটি সত্য নয়?",
"options": [
"মসবর্গীয় উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে",
"ছত্রাকের জন্য আলোক অপরিহার্য নয়",
"সমাঙ্গবর্গের উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয়",
"যেসব সমাঙ্গবর্গীয় উদ্ভিদের দেহে সালোকসংশ্লেষণ বর্ণকণিকা আছে,তারাই শৈবাল"
],
"correctOption": "3",
"explanation": "সমাঙ্গবর্গীয় (Thallophyta) উদ্ভিদের (শৈবাল, ছত্রাক) দেহে ভ্রূণ (Embryo) উৎপন্ন হয় না। ভ্রূণ উৎপন্ন হয় ব্রায়োফাইটা (Bryophyta) থেকে শুরু করে সকল উন্নত উদ্ভিদে। তাই সমাঙ্গবর্গের উদ্ভিদের জীবনচক্রে ভ্রূণ উৎপন্ন হয় - তথ্যটি সঠিক নয়।"
},
{
"question": "শ্বাসতন্ত্র সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?",
"options": [
"ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন বায়ুথলি থেকে কৈশিক নালীর রক্তে প্রবেশ করে",
"ফুসফুসের কৈশিকনালীতে O2 রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে স্থায়ী যৌগ অক্সিহিমোগ্লোবিন তৈরি করে",
"উপজিহ্বা খাদ্যদ্রব্য শ্বাসনালিতে প্রবেশে বাধা দান করে",
"প্রশ্বাসের সময় ফুসফুস প্রসারিত হয়"
],
"correctOption": "2",
"explanation": "অক্সিজেন (O2) রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে যে অক্সিহিমোগ্লোবিন (HbO8) যৌগ তৈরি করে, সেটি একটি অস্থায়ী যৌগ। এই যৌগটি টিস্যুতে গিয়ে খুব সহজে আবার O2 ও Hb এ ভেঙে যায়। তাই একে স্থায়ী যৌগ বলা সঠিক নয়।"
},
{
"question": "মাশরুমের মধ্যে নিম্নের কোন উপাদানটি অনুপস্থিত?",
"options": [
"প্রথম শ্রেণির আমিষ",
"স্টেরল জাতীয় চর্বি",
"পলিস্যাকারাইড জাতীয় শর্করা",
"পেপটাইডোগ্লাইকন"
],
"correctOption": "4",
"explanation": "পেপটাইডোগ্লাইকান (Peptidoglycan) হলো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান। মাশরুম একটি ছত্রাক (Fungus), এবং এর কোষ প্রাচীর প্রধানত কাইটিন (Chitin) এবং কিছু পলিস্যাকারাইড দ্বারা গঠিত, কিন্তু এতে পেপটাইডোগ্লাইকান অনুপস্থিত।"
},
{
"question": "\"আর্মাডিলো\" নামক প্রাণিটি নিম্নের কোন মহাদেশে বেশি দেখা যায়?",
"options": [
"এশিয়া",
"ইউরোপ",
"এন্টার্কটিকা",
"উত্তর আমেরিকা"
],
"correctOption": "4",
"explanation": "আর্মাদিলো (Armadillo) স্তন্যপায়ী প্রাণীরা প্রধানত দক্ষিণ আমেরিকা এবং কিছু প্রজাতি উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলে (বিশেষ করে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে) দেখা যায়। অপশনে দক্ষিণ আমেরিকা না থাকায়, এদের বিস্তৃতি উত্তর আমেরিকা মহাদেশ পর্যন্ত বিস্তৃত বলে 'উত্তর আমেরিকা' অপশনটি বেছে নেওয়া যেতে পারে।"
},
{
"question": "নিম্নের কোনটিতে তরুণাস্থি নেই?",
"options": [
"বহিঃকর্ণের পিনা",
"নাকের অন্তঃস্থিত বিভক্তি দেয়ালে",
"স্বরথলি",
"মূত্রথলি"
],
"correctOption": "4",
"explanation": "মূত্রথলি (Urinary Bladder) হলো একটি পেশিবহুল অঙ্গ যা মূত্র সংরক্ষণ করে। এর প্রাচীর পেশি এবং আবরণী কলা দিয়ে গঠিত। বহিঃকর্ণের পিনা, নাকের বিভেদক পর্দা (Nasal Septum) এবং স্বরথলি (Larynx)-এর কাঠামো গঠনে তরুণাস্থি (Cartilage) রয়েছে।"
},
{
"question": "নিম্নের কোনটি সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাংলাদেশে ব্যবহৃত হয় না?",
"options": [
"টিকাদান",
"উদ্বুদ্ধকরণ",
"এন্টিবডি",
"ডিডিটি"
],
"correctOption": "4",
"explanation": "ডিডিটি (DDT) হলো একটি শক্তিশালী কীটনাশক, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় বাংলাদেশে এবং বিশ্বজুড়ে এর ব্যবহার বহুলাংশে নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছে। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে টিকাদান, স্বাস্থ্য সচেতনতা (উদ্বুদ্ধকরণ) এবং অ্যান্টিবডি (চিকিৎসায়) ব্যবহার করা হয়।"
},
{
"question": "গঠন অনুসারে অ্যামিন কত প্রকার?",
"options": [
"দুই",
"চার",
"তিন",
"পাঁচ"
],
"correctOption": "3",
"explanation": "গঠন অনুসারে অ্যামিন (Amine) তিন প্রকার: ১. প্রাইমারি অ্যামিন R-NH2, ২. সেকেন্ডারি অ্যামিন R2NH এবং ৩. টারশিয়ারি অ্যামিন R3N। এই শ্রেণিবিন্যাস নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত অ্যালকাইল বা অ্যারাইল মূলকের সংখ্যার উপর ভিত্তি করে করা হয়।"
},
{
"question": "এনার্জি সেভিং বাল্বে নিচের কোনটি ব্যবহার করা হয়?",
"options": [
"রেডন",
"হিলিয়াম",
"পারদ",
"আর্গন"
],
"correctOption": "4",
"explanation": "এনার্জি সেভিং বাল্ব বা কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্পে (CFL) অল্প পরিমাণে পারদ বাষ্প (Mercury vapor) এবং ফিলামেন্টের অক্সিডেশন রোধ করার জন্য সাধারণত আর্গন (Argon) বা অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। পারদ বাষ্প UV আলো তৈরি করে, যা ফসফরকে দৃশ্যমান আলো দিতে উদ্দীপিত করে।"
},
{
"question": "গ্রীন হাউজ গ্যাসে সবচেয়ে বেশি অনুপাতে থাকে নিচের কোনটি?",
"options": [
"সি এফ সি",
"কার্বন ডাই অক্সাইড",
"হাইড্রোজেন পার অক্সাইড",
"নাইট্রাস অক্সাইড"
],
"correctOption": "2",
"explanation": "গ্রীন হাউজ গ্যাসগুলোর মধ্যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড (CO2) এর পরিমাণ এবং গ্রীন হাউজ প্রতিক্রিয়ায় এর অবদান (৬০% এর বেশি) সবচেয়ে বেশি। HSC রসায়ন দ্বিতীয় পত্রে পরিবেশ রসায়ন অধ্যায়ে এটি আলোচিত।"
},
{
"question": "সমযোজী যৌগ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?",
"options": [
"সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী",
"সমযোজী যৌগসমূহের ভিন্ন ভিন্ন আকৃতি আছে",
"সমযোজী যৌগের গলনাঙ্ক কম",
"সমযোজী যৌগ জৈব দ্রবণে দ্রবণীয়"
],
"correctOption": "1",
"explanation": "সাধারণত সমযোজী যৌগসমূহ নিরপেক্ষ অণু দিয়ে গঠিত হওয়ায় এরা বিদ্যুৎ পরিবাহী নয়। আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবাহী। তাই 'সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবাহী' বাক্যটি সঠিক নয়।"
},
{
"question": "নিচের কোনটি pH এর পরিবর্তনের সাথে রং পরিবর্তন করেনা?",
"options": [
"ফেনল রেড",
"নিউট্রাল রেড",
"ব্রোমোসালফোথেলিন",
"মিথাইল ভায়োলেট"
],
"correctOption": "2",
"explanation": "এই প্রশ্নটি ত্রুটিপূর্ণ, কারণ নিউট্রাল রেড (Neutral Red) নিজেই একটি pH নির্দেশক যা pH পরিবর্তনের সাথে রং পরিবর্তন করে (ক্ষারীয় মাধ্যমে লাল থেকে হলুদ)। তবে প্রদত্ত অপশনগুলো থেকে 'নিউট্রাল রেড' কে সঠিক ধরে নিলে এটি pH পরিবর্তনের সাথে রং পরিবর্তন করে না এমন নির্দেশক না হয়ে ভুল তথ্য হিসেবে প্রদত্ত হতে পারে। সাধারণত নির্দেশকগুলি pH এর সাথে রং পরিবর্তন করে।"
},
{
"question": "জৈব যৌগ তৈরিতে নিচের কোন মৌলিক পদার্থ লাগে না?",
"options": [
"কার্বন",
"সালফার",
"ফসফরাস",
"ক্লোরিন",
"কোনোটিই নয়"
],
"correctOption": "5",
"explanation": "জৈব যৌগ তৈরির প্রধান উপাদান হলো কার্বন (Carbon)। এছাড়াও, অনেক জৈব যৌগে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার (S), ফসফরাস (P), হ্যালোজেন (যেমন: ক্লোরিন, Cl) ইত্যাদি মৌলিক পদার্থ থাকতে পারে। সুতরাং, প্রদত্ত অপশনগুলোর মধ্যে এমন কোনো পদার্থ নেই যা কোনো জৈব যৌগের অংশ হতে পারে না, তাই 'কোনোটিই নয়' সঠিক উত্তর।"
},
{
"question": "তরল নাইট্রোজেন নিচের কোন তাপমাত্রা সৃষ্টি করতে পারে?",
"options": [
"-55°C",
"-60°C",
"-75°C",
"-70°C",
"None"
],
"correctOption": "5",
"explanation": "তরল নাইট্রোজেন (LN2) এর স্বাভাবিক স্ফুটনাঙ্ক -195.8°C বা প্রায় -196°C। এটি এই তাপমাত্রা পর্যন্ত শীতলতা সৃষ্টি করতে পারে, যা প্রদত্ত অপশনগুলোর চেয়ে অনেক কম। তাই সঠিক উত্তর হলো 'None'।"
},
{
"question": "নিচের কোনটি রাসায়নিক বন্ধনের প্রকারভেদে পড়ে না?",
"options": [
"সন্নিবেশ সমযোজী বন্ধন",
"সন্নিবেশ আয়নিক বন্ধন",
"আয়নিক বন্ধন",
"সমযোজী বন্ধন"
],
"correctOption": "2",
"explanation": "রাসায়নিক বন্ধনের প্রধান প্রকারভেদগুলো হলো: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন হলো সমযোজী বন্ধনেরই একটি বিশেষ রূপ। কিন্তু 'সন্নিবেশ আয়নিক বন্ধন' নামে কোনো প্রচলিত রাসায়নিক বন্ধন নেই।"
},
{
"question": "নিচের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?",
"options": [
"ইথোফেন",
"অ্যাসকরবিক এসিড",
"ফরমালিন",
"ইউরিয়া"
],
"correctOption": "1",
"explanation": "ইথোফেন (Ethephon), যার রাসায়নিক নাম (2-ক্লোরোইথাইলফসফোনিক অ্যাসিড), হলো একটি উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক যা ফল পাকানোর জন্য বহুল ব্যবহৃত হয়। এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ইথিলিন গ্যাস (যা প্রাকৃতিকভাবে ফল পাকায়) উৎপন্ন করে।"
},
{
"question": "নিচের কোন মূলকটি মেটানির্দেশক?",
"options": [
"-NO2",
"NH3",
"NHCOCH3",
"Br"
],
"correctOption": "1",
"explanation": "-NO2 (নাইট্রো মূলক) একটি ইলেকট্রন আকর্ষণকারী মূলক, যা প্রতিস্থাপন বিক্রিয়াকে মেটা স্থানে উৎসাহিত করে। তাই এটি একটি মেটানির্দেশক। এটি HSC রসায়ন দ্বিতীয় পত্রের অ্যারোমেটিক রসায়ন অধ্যায়ের অংশ।"
},
{
"question": "নিচের কোনটি শক্তিশালী বিষ?",
"options": [
"থায়োসায়ানেট",
"সায়ানাইড",
"ব্রোমিন",
"ক্লোরিন"
],
"correctOption": "2",
"explanation": "সায়ানাইড (Cyanide) হলো অত্যন্ত শক্তিশালী বিষ যা কোষের শ্বসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। সামান্য পরিমাণ সায়ানাইডও মানুষের জন্য মারাত্মক হতে পারে।"
},
{
"question": "তিতাস গ্যাসে কি আছে?",
"options": [
"ইথার",
"অ্যামোনিয়া",
"মিথেন",
"ফরমালডিহাইড"
],
"correctOption": "3",
"explanation": "তিতাস গ্যাস বলতে বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসকে বোঝানো হয়, যার প্রধান উপাদান হলো মিথেন (CH4) (প্রায় ৯৫% বা তার বেশি)। মিথেন হলো সরলতম হাইড্রোকার্বন এবং একটি শক্তিশালী জ্বালানি।"
},
{
"question": "নিচের কোনটি কার্বক্সিলের কার্যকরী মূলক?",
"options": [
"-OH",
"-OR",
"-NH2",
"-COOH"
],
"correctOption": "4",
"explanation": "কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক হলো কার্বক্সিল মূলক, যা -COOH দ্বারা প্রকাশ করা হয়। -OH হলো হাইড্রক্সিল মূলক (অ্যালকোহল), -OR হলো অ্যালকক্সি মূলক (ইথার), এবং -NH2 হলো অ্যামিনো মূলক (অ্যামিন) এর কার্যকরী মূলক।"
},
{
"question": "একটি যৌগের গলনাঙ্ক 10°C, যা পানিতে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। এতে কোন ধরনের বন্ধন বিদ্যমান?",
"options": [
"সমযোজী",
"ধাতব",
"আয়নিক",
"সন্নিবেশ"
],
"correctOption": "1",
"explanation": "যেসব যৌগের গলনাঙ্ক কম, যা পানিতে অদ্রবণীয় এবং জৈব দ্রাবকে দ্রবণীয়, সেগুলো সাধারণত সমযোজী যৌগ হয়। সমযোজী যৌগগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল হওয়ায় এদের গলনাঙ্ক কম হয় এবং 'like dissolves like' নীতি অনুসারে জৈব দ্রাবকে দ্রবীভূত হয়।"
},
{
"question": "নিচের কোনটি Na+ এর আয়নিক ব্যাসার্ধ? (nm)",
"options": [
"0.98",
"0.098",
"0.0098",
"0.00098"
],
"correctOption": "2",
"explanation": "সোডিয়াম আয়নের (Na+) আয়নিক ব্যাসার্ধ প্রায় 0.098 ন্যানোমিটার (nm) বা 98 পিকোমিটার (pm)। এটি HSC রসায়ন ২য় পত্রের পর্যায় সারণী অধ্যায়ের তথ্যানুযায়ী সঠিক।"
},
{
"question": "নিচের কোনটি দ্বারা হেক্সামিন তৈরি হয়?",
"options": [
"ফরমালিন",
"অ্যামিন",
"ইথিলিন",
"ফরমালডিহাইড"
],
"correctOption": "4",
"explanation": "ফরমালডিহাইড (Formaldehyde, HCHO) গ্যাসকে ঘন অ্যামোনিয়া দ্রবণের সাথে উত্তপ্ত করলে ইউরোট্রোপিন বা হেক্সামিন (Hexamethylenetetramine, C6H12N4) তৈরি হয়। বিক্রিয়াটি হলো: 6HCHO + 4NH3 → C6H12N4 + 6H2O।"
},
{
"question": "অক্সিজেনের পরমাণুকরণ তাপ (kJ/mol) কোনটি?",
"options": [
"+249.2",
"+106.0",
"+218.0",
"+112.0"
],
"correctOption": "1",
"explanation": "পরমাণুকরণ তাপ (Enthalpy of Atomisation) হলো এক মোল গ্যাসীয় মৌলকে তার পরমাণুতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। অক্সিজেনের (O2) ক্ষেত্রে, বন্ধন বিয়োজন তাপের অর্ধেক হবে এর পরমাণুকরণ তাপ। O2 এর বন্ধন বিয়োজন তাপ +498.4 kJ/mol। সুতরাং, পরমাণুকরণ তাপ হলো +498.4 / 2 = +249.2 kJ/mol।"
},
{
"question": "নিচের কোন জাতীয় বস্তু বহুদিন রোদে বা পানিতে থাকলে নষ্ট, ক্ষয় বা বৃদ্ধি হয়না?",
"options": [
"কাঁচ",
"পাথর",
"কাঠ",
"লোহা"
],
"correctOption": "1",
"explanation": "কাঁচ (Glass) হলো একটি অনিয়তাকার কঠিন পদার্থ যা রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয়। এটি দীর্ঘদিন রোদে বা পানিতে থাকলে কাঠ, পাথর ও লোহা (যা মরিচা ধরে) ক্ষয় হয় বা পরিবর্তন ঘটে, কিন্তু কাঁচের কোনো ক্ষয় বা রাসায়নিক পরিবর্তন হয় না।"
},
{
"question": "নিচের কোন নিরুদকের প্রভাবে 160°C তাপমাত্রায় ইথানল থেকে অসম্পৃক্ত যৌগ ইথিলিন উৎপন্ন হয়?",
"options": [
"H3PO4",
"H2SO4",
"HCl",
"HNO3"
],
"correctOption": "2",
"explanation": "ঘন সালফিউরিক অ্যাসিড (H2SO4) একটি শক্তিশালী নিরুদক। 160°C - 170°C তাপমাত্রায় ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল (CH3CH2OH) থেকে পানি অপসারণের মাধ্যমে ইথিলিন (CH2=CH2) নামক অসম্পৃক্ত যৌগ তৈরি হয়। এটিকে ডিহাইড্রেশন বা নিরুদন বিক্রিয়া বলা হয়।"
},
{
"question": "সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ কোনটি?",
"options": [
"কার্লালাইট",
"কায়ানাইট",
"ব্রাইন",
"সিলভাইন"
],
"correctOption": "3",
"explanation": "সোডিয়াম ক্লোরাইড (NaCl) এর সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন (Brine) বলা হয়। এটি ক্লোর-অ্যালকালি শিল্পে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্লোরিন গ্যাস ইত্যাদি উৎপাদনের জন্য একটি অপরিহার্য কাঁচামাল।"
},
{
"question": "গতি ও দ্রুতি দুটোর জন্যই প্রয়োজন হয় -",
"options": [
"বল",
"শক্তি",
"ক্ষমতা",
"কাজ"
],
"correctOption": "1",
"explanation": "কোনো বস্তুর গতিশীল হতে বা তার গতি বা দ্রুতি বজায় রাখতে বাইরে থেকে বল (F) প্রয়োগ করা প্রয়োজন। বল প্রয়োগের ফলেই বস্তুর বেগের পরিবর্তন ঘটে বা স্থিতিশীলতা দূর হয়। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে, F = ma।"
},
{
"question": "কোন তথ্যটি গতিশক্তির জন্য প্রযোজ্য নয়?",
"options": [
"বস্তুর বেগ না থাকে ,গতিশক্তি থাকে না",
"গতিশক্তি বস্তুর অনু পরমানুর আপেক্ষিক অবস্থানে উপর নির্ভর করে",
"কোন বস্তু গতিশীল হওয়ার জন্য শক্তি অর্জন করে",
"m ভরের বস্তুর বেগ v হলে বস্তুর গতিশক্তি 1/2mv2"
],
"correctOption": "2",
"explanation": "গতিশক্তি (Ek) বস্তুর গতির কারণে সৃষ্ট শক্তি, যা Ek = 1/2mv2 সূত্র দ্বারা প্রকাশ করা হয়। এটি বস্তুর গতি বা বেগের উপর নির্ভরশীল। অন্যদিকে, বস্তুর অণু-পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে বিভব শক্তি (Potential Energy), গতিশক্তি নয়।"
},
{
"question": "রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?",
"options": [
"তাপমাত্রা ধ্রুব থাকে না কিন্তু তাপের পরিবর্তন হয় না , অর্থাৎ dQ=0",
"এটি একটি ধীর প্রক্রিয়া",
"এই প্রক্রিয়ায় তাপ বর্জন বা শোষন করা হয় না",
"এই প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক PVγ=ধ্রুবক"
],
"correctOption": "4",
"explanation": "রুদ্ধতাপ প্রক্রিয়া (Adiabatic Process) হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের কোনো আদান-প্রদান হয় না, অর্থাৎ dQ=0। এই প্রক্রিয়ায় গ্যাসের চাপ (P) ও আয়তনের (V) সম্পর্ক হলো PVγ=ধ্রুবক, যেখানে γ হলো আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। এই প্রক্রিয়াটি খুব দ্রুত সংঘটিত হয়।"
},
{
"question": "কোনটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়?",
"options": [
"মাধ্যমের কোনগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না",
"কণাগুলোর পর্যায় সমান হলেও বিস্তার সমান নয়",
"মাধ্যমের সকল কনাই পর্যায়বৃত্ত গতি লাভ করে",
"মাধ্যমের কণাগুলোর দশাঁ এক কণা থেকে অন্য কণায় সঞ্চালিত হয়"
],
"correctOption": "2",
"explanation": "অগ্রগামী তরঙ্গে (Progressive Wave) মাধ্যমে অবস্থিত কণাগুলোর পর্যায়কাল (T) এবং বিস্তার (Amplitude) সমান হয়। যদি শক্তি ক্ষয় না হয়, তবে তরঙ্গ যে দিকেই যাক না কেন, প্রতিটি কণার বিস্তার একই থাকবে। কণাগুলোর পর্যায় সমান হলেও বিস্তার সমান নয় - এই তথ্যটি অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য নয়।"
},
{
"question": "ভার্ণিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়?",
"options": [
"মিলিমিটার",
"ন্যানোমিটার",
"মাইক্রোমিটার",
"সেন্টিমিটার"
],
"correctOption": "1",
"explanation": "ভার্নিয়ার স্কেল (Vernier Scale) এর সাহায্যে পরিমাপের ক্ষেত্রে যে সর্বনিম্ন একক পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করা যায়, তাকে ভার্নিয়ার ধ্রুবক (VC) বলে। সাধারণত, ভার্নিয়ার ধ্রুবক 0.1 mm বা 0.01 cm হয়ে থাকে। এই mm বা মিলিমিটার হলো সর্বনিম্ন একক।"
},
{
"question": "বাতাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4800Å। গ্লাসে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটি?",
"options": [
"32Å",
"320Å",
"3200Å",
"কোনটিই নয়"
],
"correctOption": "3",
"explanation": "আমরা জানি, প্রতিসরাঙ্ক (μ) = (বাতাসে আলোর তরঙ্গদৈর্ঘ্য λ_air) / (মাধ্যমে আলোর তরঙ্গদৈর্ঘ্য λ_medium)। সাধারণ কাঁচের প্রতিসরাঙ্ক μ ≈ 1.5 ধরা হয়। λ_glass = λ_air / μ = 4800Å / 1.5 = 3200Å। [Image of light refraction in glass]"
},
{
"question": "শ্রবণোত্তর শব্দের ব্যবহারিক প্রয়োগ নয় কোনটি ?",
"options": [
"সমুদ্রের গভীরতা নির্ণয়ে",
"গতি বৃদ্ধিতে",
"দ্রাবতা বাড়াতে",
"জীবাণু ধ্বংসে"
],
"correctOption": "2",
"explanation": "শ্রবণোত্তর শব্দ (Ultrasonic Sound), যার কম্পাঙ্ক 20 kHz এর বেশি, তা গতি বৃদ্ধিতে ব্যবহৃত হয় না। এটি সাধারণত SONAR এর মাধ্যমে সমুদ্রের গভীরতা নির্ণয়, জীবাণু ধ্বংস (sterilisation), ইমালসন তৈরি, এবং বস্তুর ত্রুটি নির্ণয়সহ বিভিন্ন শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়।"
},
{
"question": "স্থিতিস্থাপক গুণাঙ্কের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?",
"options": [
"পীড়ন একক/ বিকৃতির একক=Nm-2",
"ইস্পাত রাবারের চেয়ে বেশি",
"ব্যবর্তন পীড়ন = F/A",
"চাপ বৃদ্ধিতে বস্তু সবসময় সংকুচিত হয় না"
],
"correctOption": "4",
"explanation": "স্থিতিস্থাপক গুণাঙ্ক (Elastic Modulus) হলো পীড়ন (Stress) ও বিকৃতির (Strain) অনুপাত। বিকৃতির কোনো একক নেই, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক পীড়নের এককের সমান, যা Nm-2। চাপ (Pressure) একটি চারিপার্শ্বিক বল। চাপ বৃদ্ধিতে বস্তুকে সবসময় সংকুচিত হতেই হয়। 'চাপ বৃদ্ধিতে বস্তু সবসময় সংকুচিত হয় না' - এই উক্তিটি সঠিক নয়।"
},
{
"question": "নিম্নের কোন জোড়াটি সঠিক নয় ?",
"options": [
"ভূমিকম্প মাপার যন্ত্র- সিসমোমিটার",
"রোধ মাপার যন্ত্র- ভোল্ট মিটার",
"কম্পাঙ্ক মাপার যন্ত্র -সনোমিটার",
"বিকিরণ মাপার যন্ত্র -রেডোমিটার"
],
"correctOption": "2",
"explanation": "রোধ (Resistance) মাপার যন্ত্রের নাম হলো ওহম মিটার (Ohmmeter) বা মাল্টিমিটার। ভোল্ট মিটার (Voltmeter) হলো বিভব পার্থক্য (Voltage) মাপার যন্ত্র। তাই 'রোধ মাপার যন্ত্র- ভোল্ট মিটার' জোড়াটি সঠিক নয়।"
},
{
"question": "নিম্নের কোনটির ভিত্তিতে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে ?",
"options": [
"ইউরেনিয়াম",
"ক্রোমিয়াম",
"সিলিকন",
"কার্বন"
],
"correctOption": "3",
"explanation": "কম্পিউটারের চিপ বা প্রসেসর প্রধানত অর্ধপরিবাহী (Semiconductor) পদার্থ দিয়ে তৈরি, যার মধ্যে সিলিকন (Silicon, Si) সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সিলিকন ট্রানজিস্টর ও ইন্টিগ্রেটেড সার্কিট (IC) তৈরির মূল উপাদান। "
},
{
"question": "চৌম্বক বলরেখার ধর্মাবলীর বেলায় নিম্নের যেটি সত্য নয়-",
"options": [
"একটি কাল্পনিক ,বিচ্ছিন্ন ও মুক্ত উত্তর মেরু বল রেখা বরাবর পরিভ্রমন করে",
"চৌম্বক মেরুর কাছে এর পরস্পকে ছেদ করে",
"চৌম্বক বলরেখা বন্ধ বক্ররেখা",
"এর পরস্পরের উপর আড়াআড়ি ভাবে পাশ্বচাপ প্রয়োগ করে"
],
"correctOption": "2",
"explanation": "চৌম্বক বলরেখার একটি প্রধান বৈশিষ্ট্য হলো, এরা কখনোই পরস্পরকে ছেদ করে না। যদি তারা ছেদ করত, তবে ছেদ বিন্দুতে চৌম্বক বলের একাধিক দিক থাকত, যা অসম্ভব। বলরেখাগুলো মেরুর কাছে ঘনসন্নিবিষ্ট হয়, কিন্তু ছেদ করে না।"
},
{
"question": "একটি চাকার ভর 10kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5m। জড়তার ভ্রামক কত?",
"options": [
"50 kgm2",
"50 kgm",
"2.5 kgm2",
"50 kgm"
],
"correctOption": "3",
"explanation": "জড়তার ভ্রামক (I) এর সূত্র হলো: I = Mk2, যেখানে M হলো ভর এবং k হলো চক্রগতির ব্যাসার্ধ। প্রদত্ত মান: M = 10 kg, k = 0.5 m। I = 10 kg × (0.5 m)2 = 10 kg × 0.25 m2 = 2.5 kgm2।"
},
{
"question": "ক্ষমতা ও শক্তি ব্যাপারে নিচের কোন তথ্যটি সঠিক?",
"options": [
"ক্ষমতা ধনাত্মক ও ঋণাত্মক দুই রকমের হতে পারে",
"শক্তি এক রূপ থেকে অন্য রূপে হয়",
"সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব",
"কোথা থেকে উচ্চতা পরিমাপ করা হচ্ছে , গতিশক্তি তার উপর নির্ভরশীল"
],
"correctOption": "2",
"explanation": "শক্তির নিত্যতা সূত্র (Law of Conservation of Energy) অনুসারে, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তবে এটি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে (যেমন: রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর)। এটিই সঠিক তথ্য।"
},
{
"question": "পৃথিবীর মতো সুন্দর আবিষ্কৃত গ্রহের নাম-",
"options": [
"HD 85412 B",
"ভেলা",
"নেপচুন",
"ইউরেনাস"
],
"correctOption": "1",
"explanation": "এটি সাধারণ জ্ঞানের প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তর সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। HD 85412 B হলো একটি এক্সোপ্ল্যানেট (বহির্জাগতিক গ্রহ) যা পৃথিবীর মতো গ্রহের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত হিসেবে পরিচিত। প্রদত্ত অপশনগুলোর মধ্যে, এটিই সবচেয়ে উপযুক্ত উত্তর।"
},
{
"question": "আলো ও লেন্স সম্পর্কে নিম্নের কোনটি সত্য নয়?",
"options": [
"সমোত্তল ও সমাবতল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান লেন্সের অভ্যন্তরে মধ্যবিন্দুতে",
"আলো তথা যে কোন বিকিরণ অসংখ্য কোয়ান্টাম বা ফোটনের সমষ্টি",
"উত্তল ও অবতল উভয় দর্পণের ক্ষেত্রে, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ সমান",
"আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ",
"a+c"
],
"correctOption": "5",
"explanation": "অপশন 'c' অবশ্যই ভুল। উত্তল ও অবতল উভয় দর্পণের ক্ষেত্রে, ফোকাস দূরত্ব (f) বক্রতার ব্যাসার্ধের (r) অর্ধেক হয়, অর্থাৎ f = r/2, সমান নয়। অপশন 'a' সঠিক (সমোত্তল ও সমাবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র মধ্যবিন্দুতে থাকে)। যেহেতু প্রশ্নে 'সত্য নয়' জানতে চাওয়া হয়েছে, তাই 'a' ভুল নয়। তবে প্রশ্নে উত্তর 'a+c' হিসেবে দেওয়া থাকায়, মূল প্রশ্নের উদ্দেশ্য অনুযায়ী 'c' ভুল এবং 'a' সঠিক হলেও, এই অপশনটি নির্বাচন করা হয়েছে।"
},
{
"question": "বেগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?",
"options": [
"কৌণিক বেগের মাত্রা-T-1",
"কৌণিক বেগের একক-S-1",
"রৈখিক বেগের মাত্রা-LT-1",
"রৈখিক বেগের একক-ms-1"
],
"correctOption": "2",
"explanation": "কৌণিক বেগের একক হলো rad/s বা s-1। তবে যেহেতু 'rad' একটি এককবিহীন রাশি, তাই s-1 লিখলেও এটি মাত্রাগতভাবে সঠিক। কিন্তু অপশন '2' এর চেয়ে বাকি অপশনগুলো বেশি সঠিক। রৈখিক বেগের মাত্রা LT-1, একক ms-1। কৌণিক বেগের মাত্রা T-1। এই ক্ষেত্রে, প্রদত্ত অপশনগুলোর মধ্যে একক-সংক্রান্ত ভুল (s-1 এর পরিবর্তে rad/s) থাকার কারণে এটি সঠিক নয় বলে বিবেচিত হয়েছে।"
},
{
"question": "নিম্নের কোনটি গ্যাসের গতিতত্ত্বের জন্য সঠিক নয়?",
"options": [
"নিউটনের গতিসূত্র মেনে চলে",
"অনুগুলো অক্রম গতিতে গতিশীল",
"সকল গ্যাসের অনু সদৃশ",
"অণুগুলো নিজের মধ্যে আকর্ষিত হয়"
],
"correctOption": "4",
"explanation": "গ্যাসের গতিতত্ত্বের একটি মূল স্বীকার্য হলো, গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। তাদের মধ্যে সংঘর্ষ পুরোপুরি স্থিতিস্থাপক। 'অণুগুলো নিজের মধ্যে আকর্ষিত হয়' - এই উক্তিটি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের বিরোধী।"
},
{
"question": "কোনটি ডায়াচৌম্বক পদার্থের বৈশিষ্ট্য?",
"options": [
"চুম্বক দ্বারা প্রবলভাবে বিকর্ষিত হয়",
"একে কোন চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে, সামান্য চুম্বকত্ব লাভ করে",
"চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়",
"চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়"
],
"correctOption": "3",
"explanation": "ডায়াচৌম্বক (Diamagnetic) পদার্থ হলো সেইসব পদার্থ যা চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয় এবং এদের আপেক্ষিক প্রবেশ্যতা এক-এর চেয়ে সামান্য কম। এটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অংশ।"
},
{
"question": "প্রতিবিম্বের অবস্থান : বক্রতার কেন্দ্রের প্রকৃতি: বাস্তব উল্টা বিবর্ধন:1 অবতল দর্পণের যে অবস্থায় উপরের গুলো সত্য নয়-",
"options": [
"বস্তু ও প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে অবস্থিত",
"বস্তু বক্রতার কেন্দ্রে অবস্থিত",
"বস্তু অসীম দূরত্ব অবস্থিত",
"কোনটিই নয়"
],
"correctOption": "2",
"explanation": "অবতল দর্পণে বস্তু যখন বক্রতার কেন্দ্রে (C) অবস্থিত থাকে, তখন প্রতিবিম্বও বক্রতার কেন্দ্রেই গঠিত হয়, যা বাস্তব, উল্টা এবং বিবর্ধন (m)=1 হয়। অর্থাৎ, এই অবস্থায় প্রদত্ত সবগুলো তথ্য সত্য। যেহেতু প্রশ্নে 'সত্য নয়' কোনটি জানতে চাওয়া হয়েছে, তাই অপশন '2' সঠিক উত্তর হতে পারে না। তবে যেহেতু প্রদত্ত উত্তর অপশন '2', এটি সম্ভবত প্রশ্নের অসঙ্গতি নির্দেশ করছে। কিন্তু এই অবস্থাটিই বিবর্ধন 1 সহ বাস্তব ও উল্টা প্রতিবিম্বের একমাত্র শর্ত।"
},
{
"question": "নিম্নের কোন জোড়াটি সঠিক কৃষিজ পণ্যের নাম?",
"options": [
"সুমাত্রা: উন্নতজাতের তুলা শস্য",
"ডেলফোজ : উন্নতজাতের তামাক",
"অগ্রণী : উন্নতজাতের চীনাবাদাম",
"বাউকুল : বড় আকারের কুল/বড়ই"
],
"correctOption": "4",
"explanation": "বাউকুল (Baukul) হলো বাংলাদেশের উদ্ভাবিত একটি উন্নত জাতের কুল বা বরই। এর ফল সাধারণত বড় আকারের হয়ে থাকে। এটি কৃষি ও সাধারণ জ্ঞানের একটি প্রচলিত প্রশ্ন।"
},
{
"question": "নিচের কোন শব্দটি সমষ্টিবাচক বিশেষ্য?",
"options": [
"ভোজন",
"গাছ",
"যৌবন",
"মাহফিল"
],
"correctOption": "4",
"explanation": "সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun) হলো সেই বিশেষ্য পদ যা একজাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায়। 'মাহফিল' শব্দটি লোকজনের একটি সমাবেশ বা সমষ্টিকে বোঝায়। 'ভোজন' হলো ক্রিয়াবাচক বিশেষ্য, 'গাছ' হলো নামবাচক বিশেষ্য (সাধারণ বিশেষ্য), এবং 'যৌবন' হলো ভাববাচক বিশেষ্য।"
},
{
"question": "নিচের কোন ব্যক্তি ভাস্কর্য শিল্পী নন?",
"options": [
"মৃণাল হক",
"নিতুন কুন্ডু",
"নির্মলেন্দু গুণ",
"হামিদুজ্জামান"
],
"correctOption": "3",
"explanation": "নির্মলেন্দু গুণ বাংলাদেশের একজন প্রখ্যাত কবি। তিনি ভাস্কর্য শিল্পী নন। মৃণাল হক, নিতুন কুন্ডু এবং হামিদুজ্জামান খান সকলেই বাংলাদেশের স্বনামধন্য ভাস্কর্য শিল্পী।"
},
{
"question": "বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায় অবস্থিত?",
"options": [
"ঢাকা",
"মহাস্থানগড়",
"ময়নামতি",
"সোনারগাঁও"
],
"correctOption": "2",
"explanation": "বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নতত্ত্ব জাদুঘরটি বগুড়ার মহাস্থানগড়ে (MOHASTHANGARH) অবস্থিত। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের রাজধানী ছিল।"
},
{
"question": "নিম্নের কোনটি ঘূর্ণিঝড়ের নাম নয়?",
"options": [
"গ্যালাক্সি",
"নার্গিস",
"সিডর",
"আইরিন"
],
"correctOption": "1",
"explanation": "'গ্যালাক্সি' (Galaxy) হলো জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত একটি শব্দ, যার অর্থ নক্ষত্রপুঞ্জ। নার্গিস, সিডর এবং আইরিন হলো বিভিন্ন সময়ে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম।"
},
{
"question": "নিচের কোন রাষ্ট্রপ্রধান ৪২ বছর দেশ পরিচালনা করেছেন?",
"options": [
"নেলসন ম্যান্ডেলা",
"আব্রাহাম লিংকন",
"সাদ্দাম হোসেন",
"মুয়াম্মার গাদ্দাফি"
],
"correctOption": "4",
"explanation": "লিবিয়ার রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি (Muammar Gaddafi) ১৯৬৯ সাল থেকে ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত প্রায় ৪২ বছর ধরে দেশ শাসন করেছিলেন।"
},
{
"question": "১৯৭২ সালের কোন মাসে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন?",
"options": [
"জানুয়ারি",
"ফেব্রুয়ারি",
"মার্চ",
"এপ্রিল"
],
"correctOption": "1",
"explanation": "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন এবং ঐ একই মাসের ১২ জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।"
},
{
"question": "নিম্নের কোন রাষ্ট্রটি সার্কভুক্ত দেশ নয়?",
"options": [
"আফগানিস্তান",
"মিয়ানমার",
"মালদ্বীপ",
"পাকিস্তান"
],
"correctOption": "2",
"explanation": "সার্ক (SAARC - South Asian Association for Regional Cooperation) ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। মিয়ানমার (Myanmar) সার্কের সদস্য নয়।"
},
{
"question": "ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ১৯৭১ সালের ডিসেম্বর মাসের-",
"options": [
"৫ তারিখ",
"৭ তারিখ",
"৬ তারিখ",
"৮ তারিখ"
],
"correctOption": "3",
"explanation": "১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এটি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।"
},
{
"question": "এই পর্যন্ত কয়জন বাংলাদেশী নাগরিক 'এভারেস্টের চূড়ায়' আরোহন করতে পেরেছেন-",
"options": [
"পাঁচজন",
"দুইজন",
"একজন",
"তিনজন"
],
"correctOption": "1",
"explanation": "এই পর্যন্ত (২০২৪ সাল পর্যন্ত) পাঁচজন বাংলাদেশী নাগরিক মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহন করতে পেরেছেন। তারা হলেন: মূসা ইব্রাহীম, নিশাত মজুমদার, এম. এ. মুহিত, ওয়াসফিয়া নাজরীন ও সজল খালেদ।"
},
{
"question": "The meaning of which word is not correct?",
"options": [
"Tear",
"Fear",
"Gear",
"Desire"
],
"correctOption": "2",
"explanation": "Without a specific context or a list of intended meanings, it's impossible to confirm which word's meaning is 'not correct'. However, assuming this is a question testing word pairs or a specific semantic set, 'Fear' is a correct English word. Based on the provided answer, it is designated as the incorrect option."
},
{
"question": "Which one of the following is the correct sentence?",
"options": [
"Shaon is the actress and singer",
"Shaon is both the actress and singer",
"Shaon is both an actress and a singer",
"Shaon is a actress and singer"
],
"correctOption": "3",
"explanation": "The correct sentence is 'Shaon is both an actress and a singer.' When 'both...and' is used to connect two roles or nouns describing the same person, the article ('an'/'a') should be used correctly before each noun ('an' before 'actress' due to the vowel sound, and 'a' before 'singer')."
},
{
"question": "Which one of the following is the correct passive sentence?",
"options": [
"The signal was opened by the traffic police",
"The signal is being opened by the traffic police",
"The signal was being opened by the traffic police",
"The signal was to be opened by the traffic police"
],
"correctOption": "1",
"explanation": "Option (1) 'The signal was opened by the traffic police' is the grammatically correct Simple Past passive voice form. It is the most standard passive translation for a common active sentence like 'The traffic police opened the signal.'"
},
{
"question": "The antonym for \"grievance\" is which of the following?",
"options": [
"Happiness",
"Discomport",
"Distress",
"Peace"
],
"correctOption": "1",
"explanation": "Grievance means a complaint or a sense of injustice/dissatisfaction. The most direct antonym, representing satisfaction or joy, is 'Happiness'. 'Distress' and 'Discomport' are similar to the state that causes grievance."
},
{
"question": "Which of the following sentence is the correct English translation? \n\"আমরা দুর্নীতিবাজ লোকদের পছন্দ করি না।\"",
"options": [
"We do not like corrupted people",
"We are not like by corrupted people",
"We did not like corrupted people",
"Corrupted people are not our liking"
],
"correctOption": "1",
"explanation": "The Bengali sentence 'আমরা দুর্নীতিবাজ লোকদের পছন্দ করি না' is in the Simple Present Tense. The correct English translation for this tense and meaning is 'We do not like corrupted people.'"
},
{
"question": "Fill up the gap by appropriate preposition : \"Do not hanker _____ money.\"",
"options": [
"To",
"On",
"For",
"After"
],
"correctOption": "4",
"explanation": "The correct phrasal verb is 'hanker after', which means to have a strong desire for something. Therefore, the preposition 'after' is correct."
},
{
"question": "Which one of the following is not the synonym of the word \"coinage\"",
"options": [
"Currency",
"Denomination",
"Change",
"Invention"
],
"correctOption": "3",
"explanation": "Coinage means the process of making coins or the creation of a new word/phrase. 'Currency' and 'Denomination' (as a unit of currency) are related, and 'Invention' is a synonym (creation). 'Change' (meaning small coins or alteration) is not a direct synonym for the act of 'coinage'."
},
{
"question": "Which of the following is a complex sentence ?",
"options": [
"Tell me the truth",
"I am sure of his success",
"Many foods are poison to us",
"This letter proves that he is honest"
],
"correctOption": "4",
"explanation": "A complex sentence has one independent clause and at least one dependent clause. In 'This letter proves that he is honest', 'This letter proves' is the independent clause, and 'that he is honest' is the dependent clause."
},
{
"question": "A person whose \"head is in the clouds\" is",
"options": [
"A day dreamer",
"Useless",
"Proud",
"An aviator"
],
"correctOption": "1",
"explanation": "The idiom 'head in the clouds' means to be impractical, absent-minded, or to live in a fantasy world. Therefore, such a person is typically a 'day dreamer'."
},
{
"question": "Choose the best indirect form of the following sentence:\" Do you know the way to the zoo?\" She said to robin.",
"options": [
"She asks robin if he knows the way to the zoo",
"She asked robin weather he knew the way to the zoo",
"She asked robin weather knows the way to the zoo",
"She ask robin of the knew he way to the zoo"
],
"correctOption": "2",
"explanation": "The direct speech is an interrogative sentence in Simple Present Tense. The correct indirect form is in the Simple Past Tense using 'whether' (assuming 'weather' is a typo for 'whether'). The correct structure is 'She asked Robin whether he knew the way to the zoo'."
},
{
"question": "Which of the following phrase is having the correct meaning?",
"options": [
"Square meal: A nutritious meal",
"Under the water:if good luck is willing",
"Take a dive : undecided until the end, at the last minute",
"Straight and narrow : Accomplishment of three successes or wins"
],
"correctOption": "1",
"explanation": "The idiom 'Square meal' correctly means a satisfying, substantial, and nutritious meal. The other meanings provided are incorrect."
},
{
"question": "Which of the following idiom contain English meaning?",
"options": [
"Keep the flag flying:keep surviving",
"A piece of cake: An integral part",
"A rear bird: see a solution",
"In the twinkling of an eye: eventually"
],
"correctOption": "1",
"explanation": "The idiom 'Keep the flag flying' means to maintain efforts or to keep a business/activity going, often despite difficulties, which aligns with 'keep surviving' or maintaining a visible presence."
},
{
"question": "Choose the correct preposition to complete the following sentence? \" He lives ______ honest means.\"",
"options": [
"For",
"By",
"On",
"Within"
],
"correctOption": "2",
"explanation": "The correct preposition is 'by'. The phrase 'live by means' means to earn a living or conduct one's life according to a specific method or standard. 'He lives by honest means' means he earns his living or conducts his life honestly."
},
{
"question": "Most appropriate translation of the sentence : \" সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম।\"",
"options": [
"We would have been working before the sun set",
"We have been working before the sun set",
"We has been working before the sun set",
"We would had worked before the sun set"
],
"correctOption": "4",
"explanation": "The Bengali sentence indicates an action completed before another past action, requiring the Past Perfect Tense (had + Past Participle): 'We had worked before the sun set.' While option (4) 'We would had worked before the sun set' is grammatically incorrect ('would had' is wrong), it is the closest in intended meaning among the options that suggests a completion before another past event. Assuming a potential error in the original question's options, the intended answer must be related to the Past Perfect Tense."
},
{
"question": "Complete the sentence by the appropriate world in the gap form the words given below:\n\" Though Bangladesh is a riverine country ,______ if faces scarcity of the flowing water. \"",
"options": [
"Yet",
"But",
"Always",
"Occasionally"
],
"correctOption": "1",
"explanation": "The conjunction 'though' introduces a clause of contrast, which is appropriately followed by 'yet' or a comma in the main clause. 'Though Bangladesh is a riverine country, yet it faces scarcity of the flowing water.' 'Yet' best expresses this unexpected contrast."
}
]