Untitled
1 hour ago in Plain Text
তুমি হয়তো বাংলাদেশী HSC পরবর্তী এডমিশন প্রতিযোগিতা সম্পর্কে অবগত আছো। মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রতিবছর হাজার হাজার স্টুডেন্ট লড়াই করে। এই ভর্তি প্রস্তুতি সহজ করতে আমি বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য একটা স্টাডি প্ল্যানার টাইপ কিছু বানাতে চাই। যেটা ওদের পড়াশোনা গুছিয়ে নিতে, প্রগ্রেস ট্র্যাক করতে, উইকনেস রিভিল করতে সাহায্য করবে। তুমি কি আমাকে এমন কোনো আইডিয়া দিতে পারবে? কিভাবে কি করতে পারি? কি কি ফিচার রাখা যেতে পারে? কিভাবে কি করলে বেস্ট আউটপুট টা পাবে স্টুডেন্টরা? পড়া গুছিয়ে নেওয়ার সবকিছু যাতে একজায়গায় করা যায় এবং সহজ করা যায় এটাই আমার লক্ষ্য।
1