Untitled
2 hours ago in Plain Text
আমার একটি শিক্ষামূলক ওয়েবসাইট আছে। নাম ডোপামিন। ওয়েবসাইট টি আমি তৈরি করেছি বাংলাদেশী HSC পরবর্তী ভর্তি পরীক্ষায় স্টুডেন্ট দের এডমিশন প্রিপারেশন সহজ করার জন্য। এছাড়াও এক্সাম ব্যাচ কোর্স লঞ্চ করে বিক্রি করে টাকা ইনকাম করাও আমার একটি লক্ষ্য। ওয়েবসাইট টা স্টুডেন্ট রেজিস্ট্রেশন ও লগইন করতে গুগল firebase ইউজ করেছি। এছাড়া ইউজার ইনফো স্টোর করার জন্যেও firestore ডাটাবেজ আমার একমাত্র ভরসা। ওয়েবসাইটে মূলত স্টুডেন্ট রা এক্সাম দিতে পারে mcq টাইপ এর। কোশ্চেন গুলো json ফাইল এ সেভ করেছি এবং সেখান থেকেই fetch হয়ে এক্সাম নেওয়া হয়। কারণ firestore এ কোশ্চেন স্টোর করলে একটা এক্সামেই এতবার কল করলে সেটা ফ্রী লিমিটের বাহিরে চলে যেতো। তাই read কমানোর জন্য json ফাইল এ স্টোর করা হয়েছে। আমার সেই ওয়েবসাইটে স্টুডেন্টরা নিজেদের পছন্দমতো সাবজেক্ট ও অধ্যায় সিলেক্ট করে কোশ্চেন সংখ্যা সিলেক্ট করে টাইম সিলেক্ট করে পছন্দমতো এক্সাম তৈরি করে প্র্যাকটিস করতে পারে। এছাড়া প্রশ্নব্যাংক সলভিং এর জন্য মেডিকেল ডেন্টাল এর বিগত বছরের প্রশ্ন দিয়ে এক্সাম বানিয়ে রেখেছি। মেডিকেল বা ডেন্টালের সালের উপর ক্লিক করেই যেকেউ সেই প্রশ্নগুলোর এক্সাম দিতে পারবে। ভার্সিটি ও অ্যাড করবো। ওয়েবসাইটে নিজের পারফরমেন্স এনালাইসিস করার অপশন আছে। এছাড়া কেউ কোর্স কিনতে পারবে ওয়েবসাইট থেকে। আমার কোর্স গুলো এক্সাম ব্যাচ। এনরোল করার পরেই সেই এক্সামগুলো দিতে পারবে রুটিন অনুযায়ী। এছাড়া সুন্দর মেনুবার আছে। প্রোফাইল আপডেট করার অপশন আছে। কিন্তু আমার ওয়েবসাইটের একটা সুন্দর ও পরিপাটি ডিজাইন নেই। এটাই একমাত্র অভাব। তুমি কি আমার এই বৈশিষ্ট গুলো বিশ্লেষণ করে একটা সুন্দর বাংলাদেশী শিক্ষামূলক ওয়েবসাইট এর ডিজাইন করে দিতে পারবে? যেই ওয়েবসাইট টা দেখতে সুন্দর হবে। এক্সাম ইন্টারফেস ও সুন্দর হবে। এই ওয়েবসাইট টা বাংলাদেশী বড় বড় শিক্ষামূলক ওয়েবসাইট উদ্ভাস, উন্মেষ, রেটিনা, battles of biology, Biology Haters, Medico, Medical Our Dream, AAP পাঠশালা, আসপেক্ট সিরিজ এসব ওয়েবসাইটের মত সুন্দর ও প্রফেশনাল হবে। কালার গ্রেডিং মানসম্মত হবে। এমন একটা ডিজাইন করে দাও।
1